Happy Reading ! Have a good day !

Monday 23 September 2013

শেকল

Posted by at 1:55:00 am Read our previous post
নারীদের সব জায়গায় করুনা করা হচ্ছে। শুধু একটা উদাহরন দিব।

বাসে নারীদের জন্য আলাদা সিট থাকা বাধ্যতামূলক ? কেন ? এই দিয়ে সরকার কি বোঝাতে চাচ্ছে  ? নারীরা অবলা ? নিশ্চয়ই দেখেছেন রিসার্ভ সিটের উপরে লেখা থাকে নারী/শিশু/প্রতিবন্ধি। তাহলে বুঝুন তাদেরকে কোন ক্যাটাগরিতে ফেলা হচ্ছে! আমি এর জন্য নারীদেরকেই দায়ি করব। তারা এই করুনাকে খুব গর্বের সাথে গ্রহন করছে। অন্যের করুনা নিয়ে আর যাই হোক করুনাকারির সমান হাওয়া যায়না, সব সময় নিচেই পরে থাকতে হয়। নারীরা,শেকল ভেঙ্গে তোমরা বের হবে কবে? পায়ে শেকল বেধে আর যাই হোক খুব বেশি দূর আগানো যায় না। স্বাধীন হতে শিখো মুক্ত বিহঙ্গের মত।  যেদিন দেখব তোমরা বাসে হ্যান্ডলে ঝুলে ঝুলে কর্মক্ষেত্রে যাচ্ছ সেদিন ভাবব ... না বাবা নারীরা এগোচ্ছে। 

No comments:

Post a Comment

© Somewhere I Belong is powered by ULAB - designed by Shoaib Mahmud