Posted by Shoaib at 5:46:00 pm
Read our previous post
জানি,তুই অনেক দূরে চলে গেছিস । জানি এই লেখাটা তোর
চোখে পরবেনা । আসলে এইসবে তোর কিছুই আসবে যাবেনা । তবুও বলি দোস্ত, তুই এইভাবে চলে
গিয়ে কাজটা ঠিক করিস নাই । তোর যে অনেক কিছু করার বাকি রয়ে গেল !!! আমার টিউশনির
দরকার পড়লে এখন কার কাছে ফোন দিব ?? কাকে অবাক করে দিয়ে মাঝরাতে ঘুম ভাঙ্গিয়ে অবাক
করে দেব ?? ফর্মের সেই হাসি
হাসি জোকস গুলা তোকে ছাড়া জমবেনা বন্ধু । কেন চলে গেলি এইভাবে ?? যারা যারা আমার এই
লেখাটা পড়ছিস / পড়ছেন , আমাদের খুব কাছের একটা মানুষ আজ আমাদের
ছেড়ে চলে গেছে । মির্জাপুর ক্যাডেট কলেজের ৪৪ তম ব্যাচের প্রান ছিল সে । আমাদের
মজিলা , আমাদের সবার
প্রিয় বিলাই , আমাদের Asif Al Samrat।মনে পরে দোস্ত সবার টিজ নাম দেয়া তোর
দায়িত্ব ছিল ? চ্যাং আজকে
কি করছে কে জানে ?? ২০০৬ ব্যাচ হয়তবা তোকে খুব একটা চেনে না । চিনবে কেমনে বল ?? তুইতো নেটে বসতে পছন্দ করতিনা । তুই ছিলি
রিয়েল লাইফের মানুষ । যে তোকে দেখছে সে জানে তুই কি ছিলি । তোড় লেখা গুলো কে লিখবে
?? কেন তুই আজ
আমার লেখার টপিক হইলি ?? মনে আছে দোস্ত , আমারা বলতাম মরে গেলেই মেধাবী । আজতো তুই শুধু মেধাবী না । তুই
মেধাবী , সাহসী , দেশপ্রেমিক সব । কিন্তু তাতে কি আসে যায়
বল ?? এখন তো তুই
গল্প লিখবি , "নিরালোকের গল্প" , সবাই প্লিজ দোয়া করেন ওর জন্য । খুব কষ্ট
পাচ্ছি । খুব বেশী কষ্ট পাচ্ছি যেতে পারছিনা বলে । দেশের এই কৃতি সন্তানের জন্য , বাংলাদেশ সেনাবাহিনীর এই দেশপ্রেমিক
ছেলেটার জন্য সবাই আজ দোয়া করেন প্লিজ ।
No comments:
Post a Comment