Posted by Shoaib at 3:53:00 pm
Read our previous post
বাংলাদেশের
জাতীয় সঙ্গীতের রচয়িতা একজন ইন্ডিয়ান !! কেন ? বাংলাদেশ কি ইন্ডিয়ার অঙ্গরাজ্য ? আমি
কোনদিনও এ বিষয়টাকে মন থেকে মানতে পারিনি , আর কোনদিন মানতেও পারব না । আমার দেশের জাতীয় সঙ্গীত রচনা করবে আমার
দেশের কবিরা , এটাই তো স্বাভাবিক ,তাই না ? সেখানে ইন্ডিয়ানরা আসবে কেন ? আমাদের
দেশে কি কোন কালেই কোন কবি সাহিত্যিক
ছিলনা ? তার পরেও কেন একজন ইন্ডিয়ান কবির লেখা গান আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে
স্থান পেল ? “রবীন্দ্রনাথ ঠাকুর” কতটা বড়
মাপের কবি সেটা আমাকে শুনাতে আসবেন না। যেই দেশ দিনের পর দিন আমাদের দেশের বাঁশ
মারতেছে , তাদের ভিক্ষা দেয়া গানকে আমরা প্রতিদিন মাথায় তুলে নাচি !! বি এন পি
বলেন আর আওয়ামীলীগ বলেন , কোন সরকারের আমলেই এই নিয়ে কোন কথা হয়না । কথা হইত , কখন জানেন ? জাতীয় সঙ্গীতের রচয়িতা যদি
শেখ মুজিবুর রহমান হতো , ৫ বৎসর পর সেটাকে বদলে দিয়ে জিয়াউর রাহমানের কবিতা দেয়া হতো , তারপর আবার
শেখ মুজিব , তারপর আবার জিয়াউর রাহমান
(এভাবে চলতেই থাকতো ...)। তারপরেও খুশি হতাম
যে কোন একজন বাংলাদেশিতো লিখেছে । শত শত কোটি টাকা খরচ করে দেশের এত এত এয়ারপোর্ট , সেতু , স্কুল
, কলেজ্ ইউনিভার্সিটি ,রাস্তা , পার্কের নাম পরিবর্তন করা যায় তাহলে জাতীয়
সঙ্গীতটা কেন পরিবর্তন করা যাবে না ?
সরকারের কাছে আকুল আবেদন করতে চাই , তিনি যেন নিজের দেশের ভাল একটা গান নির্বাচিত
করে সেটাকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেয় ।
No comments:
Post a Comment