Posted by Shoaib at 7:53:00 am
Read our previous post
আমি
স্মার্ট না সেটাতো বুঝলাম । আপনার মত স্মার্ট হতে হলে আমাকে কি করতে হবে ?
১ ১৪
জায়গায় তালি মারা জিন্স পরে সার্কাসের সঙ সেজে
কাম্পাসে আসতে হবে (লাল নীল বা হলুদ জুতা হলে ভাল হয় ) !
২ .চায়ের
দোকানে বসে রাস্তার মেয়েদের নিয়ে অশালীন
ভাষায় মন্তব্য করতে হবে !
৩.
চুলের মধ্যে জেল লাগিয়ে চুল খাড়া করে বান্দরের মত হিপ হপ করে কাম্পাসে ঢুকতে হবে !
৪ ক্লাস
না করে কয়েকটা ফালতু টাইপ মেয়ের সাথে কাম্পাসের চিপায় চাপায় আড্ডা মারতে হবে !
৫ .
সামনে শিক্ষক দেখলে তাকে সালাম না দিয়ে কানে হেডফোন লাগিয়ে চলে যেতে হবে !
ভাই থামেন
। এইটাকে আপনি স্মার্টনেস বলছেন ? আর হাসাইয়েন না ভাই । এইটা যদি স্মার্টনেস হয় ,
দরকার নাই আমার স্মার্ট হাওয়ার । আমি যেমন আছি তেমনি ভাল ।
No comments:
Post a Comment