Happy Reading ! Have a good day !

Monday, 27 May 2013

কম্পিউটার বিশেষজ্ঞ

Posted by at 10:07:00 pm Read our previous post
আমার চাচার ধারণা আমি কম্পিউটারের বিশাল একজন বিশেষজ্ঞ(প্রায় PHD লেভেল বলা চলে  ) । 

তার এই ভুল ধারণার জন্ম সূত্রটা বলি ...

কিছুদিন আগে তার নতুন ল্যাপটপে সমস্যা দেখা দেয়। সে Multiplan center নিয়ে যান ঠিক করানোর জন্য। দোকানদার তাকে দেখেই বুঝতে পারে যে চাচা মিয়া ল্যাপটপের আগা মাথা কিছুই জানেনা না। দোকানদার একটু এদিক সেদিক দেখে বলল ৩০০০ টাকা লাগবে। পাশের দোকানে বলল ৩৫০০ টাকা। দোকানদারের কথা শুনে চাচার মাথায় আগুন। সে ল্যাপটপটা কাঁধে করে নিয়ে সোজা বাসায় চলে আসে। 
পরদিন বিকেলে আমি চাচার বাসায় গেলে তিনি আমাকে সব খুলে বলেন । আমি আমার ব্যাগের ভেতর থেকে WINDOWS 7 এর সিডি বের করে একটা SETUP মেরে দিলাম , সাথে সাথে সব ঠিক। সেই থেকেই আমি হয়ে গেলাম PHD সমমানের কম্পিউটার বিশেষজ্ঞ ।  

No comments:

Post a Comment

© Somewhere I Belong is powered by ULAB - designed by Shoaib Mahmud