Happy Reading ! Have a good day !

Thursday 3 October 2013

(আমার ছাত্র , বয়স ৯ , ৩য় শ্রেণি)

Posted by at 10:32:00 pm Read our previous post
ডায়লগ পড়াচ্ছিলাম । বললাম ডায়লগ মানে হচ্ছে কথোপকথন। 
- স্যার , কথোপকথন মানে কি ? 
- একজন মানুষের সাথে অপরজনের যেকোনো বিষয় নিয়ে যে কথা হয় সেটাকেই আমরা ডায়লগ বলি। এখন বুঝতে পারস? 
- জি স্যার। 
- খুব ভাল। এখন নিজের থেকে দুই জন মানুষের কথোপকথন লিখতে পারবে ? যেকোনো বিষয় নিয়ে। পারবে ? 
- জি স্যার , পারব। 
- আচ্ছা তুমি লিখতে থাক। (আমার একটা বন্ধু কল দিল , আমি কথা বলছিলাম )

(২ মিনিট পর)
- স্যার, হয়ে গেছে ।
- হুম, দেখিতো কি লিখেছ ...

(খাতায় যা লিখা ছিল ......)

সালমান খানঃ মুজপার এক এসান কারনা , মুজপার কই এহসান কারনা। (বডিগার্ড মুভি)
মিথুন চক্রবর্তীঃ মারব এখানে লাশ পড়বে শ্মশানে । (ফাটাকেষ্ট মুভি)

তার এইরকম অদ্ভুত আচরন দেখে আমি হাসতে হাসতে শেষ। জিজ্ঞেস করলাম , কাজটা কি তুমি ইচ্ছা করে করলে ?
সে জবাব দিল "জি স্যার "
-কেন করলে ?
সে কি বলল জানেন ? "স্যার কয়েকদিন ধরে দেখছি আপনার মন খারাপ , তাই আপনাকে হাসানোর জন্য করেছি "

No comments:

Post a Comment

© Somewhere I Belong is powered by ULAB - designed by Shoaib Mahmud